Sun. Oct 19th, 2025
Advertisements

খোলা বাজার ২৪,সোমবার,০৫ নভেম্বর ২০১৮ঃ নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, টাকায় জনগন আর ভোট বিক্রি করবে না। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিকে পরিবর্তনের জন্য নতুনধারা বাংলাদেশ এনডিবি ৪২ জেলা, ১০২ উপজেলা কমিটি সহ ১৫৬ টি কমিটি গঠনের মধ্য দিয়ে এগিয়ে চলছে। পাশাপাশি সেই ১৫৬ কমিটির ২০০ করে ভোটারের স্বাক্ষর, গঠনতন্ত্র, বিধিমালা, ইশতেহার সহ সকল শর্ত পূরণ করে আবেদন করেছে নির্বাচন কমিশনে। আশা করি নির্বাচন কমিশন নতুনধারাকে নিবন্ধন দেবে, পাশাপাশি সাধারণ মানুষ সর্বোচ্চ চেষ্টায় এগিয়ে যাবে বাংলাদেশের মাটি ও মানুষেল মঙ্গলের জন্য।

 

৪ নভেম্বর সকাল ১০ টায় শাহবাগস্থ হোটেল চিংড়িতে অনুষ্ঠিত ধানমন্ডি থানা এনডিবির কর্মী সভায় তিনি উপরোক্ত কথা বলেন। নতুনধারা বাংলাদেশ এনডিবি ধানমন্ডি শাখার সভাপতি মোজাম্মেল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার হারুনুর রশীদ, ফজলুল হক, অধ্যাপক শুভঙ্কর দেবনাথ, চঞ্চল মেহমুদ কাশেম, আলতাফ হোসেন রায়হান, ডেইলি টাইম বাংলার সম্পাদক ডা. সুলতানা রিক্তা, গাজী একরামুল হক লিটন, লায়ন সাঈদুজ্জামান জাহিদ, রোটারিয়ান সুদেব চক্রবর্তী সিআইপি, ভাইস চেয়ারম্যান মাহামুদ হাসান তাহের, মুমতাহিনা মুন, মহাসচিব হাসিবুল হক পুনম, নোয়াখালী এনডিবির সভাপতি আনোয়ার হোসাইন ভূঁইয়া, গোপালগঞ্জ এনডিবির সভাপতি হুমায়ুন কবির, এ্যাড. আনোয়ারা বেগম প্রমুখ বক্তব্য রাখেন।