Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

সেরা করদাতা হলেন তারা

খোলা বাজার ২৪,সোমবার,০৫ নভেম্বর ২০১৮ঃ এ বছর প্রকাশিত সেরা করদাতার তালিকায় আছে তিনজন অভিনয়শিল্পী ও তিনজন সংগীতশিল্পীর নাম। তারা হলেন অভিনয়শিল্পী শাখায় আবুল হায়াত, মাহফুজ আহমেদ ও এম এ জলিল অনন্ত। সংগীতশিল্পীর তালিকায় আছেন রুনা লায়লা, তাহসান খান ও এস ডি রুবেল। গতকাল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এই তালিকা প্রকাশ করেছে।

গতকাল সেরা করদাতা হওয়ার খবর শুনে বেশ উচ্ছ্বসিত হয়ে পড়েন অভিনেতা মাহফুজ আহমেদ। তিনি বলেন, ‘আমি অনেক টাকাওয়ালা, এটা ভাবা ভুল। কিন্তু আমি হিসাব করে নিয়মিত কর দিই। আমি মনে করি এটা সবার দেওয়া উচিত। আজ সেরা করদাতা হওয়ার খবর শুনে মনে হচ্ছে, দেশের উন্নয়নে একটু হলেও অবদান রাখতে পারছি।’

এদিকে দ্বিতীয়বারের মতো সেরা করদাতা হয়েছেন রুনা লায়লা। তিনি বললেন, ‘সবার দায়িত্ব নিয়মিত কর দেওয়া। আমি আশা করব, সবাই নিয়মিত কর প্রদান করবেন। আমাকে সেরা করদাতা নির্বাচন করায় আমি আনন্দিত।’