Sun. Oct 19th, 2025
Advertisements
SAMSUNG CAMERA PICTURES

খোলা বাজার ২৪,সোমবার,০৫ নভেম্বর ২০১৮ঃ (মোঃরাসেল মিয়াঃনরসিংদীপ্রতিনিধি): নরসিংদীর শিবপুরের নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ হুমায়ুন কবীরকে সোমবার বিকালে শিবপুর প্রেসক্লাবের পক্ষ থেকে বরণ করে নেয়া হয়েছে।

এ উপলক্ষে প্রেসক্লাবের সাংবাদিকরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে ইউএনও মোঃ হুমায়ুন কবীরকে বরণ করে নেন। এসময় উপস্থিত ছিলেন শিবপুর প্রেস ক্লাবের সভাপতি মোঃ আসাদুজ্জামান আসাদ, সহ সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক এস. এম খোরশেদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক শাহীন, কোষাধ্যক্ষ এ. কে. এম মাসুদ রানা, ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এস. এম আরিফুল হাসান, প্রচার ও দপ্তর সম্পাদক তোফায়েল আহমেদ, নির্বাহী সদস্য নূরুল ইসলাম নূরচান ও হাবিবুর রহমান, সদস্য রাসেল মিয়া প্রমুখ। অনুষ্ঠানে ইউএনও মোঃ হুমায়ুন কবীর শিবপুরের সাবির্ক কর্মকান্ডে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।