Thu. Oct 16th, 2025
Advertisements

 

খোলা বাজার ২৪,বৃহস্পতিবার,২৯ নভেম্বর ২০১৮ঃক্ষমতার জন্য নয়, গণতন্ত্র পুনঃরুদ্ধার করতেই বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় এক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
বুধবার সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহযোদ্ধা ড. কামাল হোসেন বর্তমান সরকারের বিরুদ্ধে গঠিত জোটের নেতৃত্বে রয়েছেন। তিনি শেখ হাসিনার পরিবারের খুব ঘনিষ্ঠ লোক। শেখ হাসিনা এই প্রবীন নেতাকে কাকা বলে সম্বোধন করেন। যিনি তাকে কাকা ডাকেন, তার এবং নিজেরই সাবেক দলের বিরুদ্ধে কেনো জোট গঠন করলেন, রয়টার্সকে সেসব বিষয়ে তিনি ব্যাখা দিয়েছেন।
ড. কামাল বলেন, ক্ষমতায় আসার জন্য নয়, বরং গণতন্ত্র পুনরুদ্ধারে দেশের প্রধান বিরোধী দল বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়েছি। তিনি বলেন, গত ৫ বছরে যা হয়েছে তা অপ্রত্যাশিত। আমাদের দেশে কখনই কোন অনির্বাচিত সরকার ৫ বছর টিকে ছিলোনা।
২৮ বছর ধরে বাংলাদেশে রাজনীতির শীর্ষ পর্যায়ে শেখ হাসিনা এবং খালেদা জিয়ার প্রতিদ্বন্দিতা রয়েছে। তবে এ বছরের শুরুতে খালেদা জিয়াকে কারাদন্ড দেওয়া হলে বিএনপি বিপদে পড়ে। গত মাসেও নিশ্চিত ছিলো না, তারা নির্বাচনে যাবে কিনা। এরপরেই নাটকীয়ভাবে তারা আরও ৩ দলের সঙ্গে জোট গঠন করে। যার নেতৃত্বে রয়েছেন ড. কামাল হোসেন।
প্রতিবেদনে বলা হয়, অনেকেই তাকে এই বয়সে রাজনীতিতে আসার জন্য ৯৩ বছর বয়সে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া মাহাথিরের সঙ্গে তুলনা করেছেন। মাহাথিরও তারই সাবেক দলের বিরুদ্ধে নির্বাচন করেন। তবে ড. কামাল কেনো নির্বাচন করছেন না সে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তিনি (মাহাথির) আমার চাইতে সুস্থ রয়েছেন। আমি তার চাইতে ১১ বছরের ছোট হলেও শারিরীকভাবে তার মতো ফিট নই। আমাকে এখন লাঠি নিয়ে হাটতে হয়। আমি এ কারণেই প্রধানমন্ত্রী হতে চাইনা। প্রধানমন্ত্রীর প্রচুর কাজ করতে হয়।’
সাক্ষাতকালে বিএনপিরও বিগত দিনের কার্যক্রমেরও সমালোচনা করেন ড. কামাল। তিনি বলেন, আমাদের জোটে জামায়াতের মতো দলের কোন ভূমিকা নেই।