Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪,বুধবার, ২৭মার্চ ২০১৯ঃ মেহেদী হাসান,জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রাণিবিদ্যা বিভাগের অ্যালামনাই এসোসিয়েশনের বার্ষিক সম্মেলন ৫ এপ্রিল অনুষ্ঠিত হবে। বিভাগটির এই বার্ষিক সম্মেলনটি স্ববিভাগীয় সেমিনার কক্ষে অনুষ্ঠিত হবে। প্রাণিবিদ্যা বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক ইমরান নিশাত ও সদস্য সচিব রাশেদ আহমেদ ও অ্যালামনাই শিক্ষার্থী শামসুর রহমান সেলিম এ তথ্য নিশ্চিত করেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রাক্তন সকল ছাত্র ছাত্রীদের অবগতির জন্য তারা জানান, প্রাণিবিদ্যা অ্যালামনাই এর কার্যক্রম স্থিমিত হয়ে যাওয়ায় পুনরায় নতুন উদ্যমে এর কার্যক্রম পরিচালনার জন্য বিভাগের অ্যালামনাই এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা প্রয়োজন। এ উপলক্ষে আগামী ৫ এপ্রিল,২০১৯ রোজ : শুক্রবার, সকাল ১০ টায় বিভাগের ৪০২ নম্বর কক্ষে বার্ষিক সাধারন সম্মেলনের আয়োজন করা হয়েছে। প্রাণিবিদ্যা বিভাগের প্রাক্তন সকল ছাত্র ছাত্রীদের উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করেন সংগঠনের নেতৃবৃন্দ।