Sun. Oct 19th, 2025
Advertisements

খােলাবাজার ২৪,সোমবার, ২০মে ২০১৯ঃ জঙ্গিবাদ থেকে মুক্ত রেখে দেশের অর্থনৈতিক উন্নয়ন চায় সরকার। সোমবার (২০ মে) সকালে গণভবনে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিদের কোনো দেশ নেই, ধর্ম নেই। কোনো সম্প্রদায় যেন নিজেদের অবহেলিত মনে না করে, তারও আহ্বান জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশে সবাই যার যার ধর্ম সম্মানের সাথে পালন করছে। কারণ বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে।

এ সময় প্রধানমন্ত্রী জানান, ১১ জুন জাতীয় সংসদের অধিবেশন শুরু হবে এবং ১৩ জুন আগামী অর্থবছরের বাজেট পেশ করা হবে। এর আগে বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূতের  সাথে সৌজন্য সাক্ষাত করেন প্রধানমন্ত্রী।