Thu. Oct 16th, 2025
Advertisements

এ বিষয়ে নাদিয়া বলেন, ‘আগেও বেশকিছু মিউজিক ভিডিওর প্রস্তাব পেয়েছি, সেগুলোর গান আর গল্প পছন্দ না হওয়ায় রাজি হইনি। এবার যখন বাপ্পা মজুমদারের কাছ থেকে মিউজিক ভিডিওটির প্রস্তাব পেলাম এবং আইডিয়াটা শোনার সঙ্গে সঙ্গেই আমি রাজি হয়ে যাই।’

নাদিয়া আরও বলেন, ‘বাপ্পা মজুমদার আমার পছন্দের একজন শিল্পী। আর কাজী নজরুল ইসলামের লেখা যে গানটির ভিডিওতে অংশ নিয়েছি সেটিও আমার দারুণ পছন্দের একটি গান। সব মিলিয়ে সুযোগটা হাতছাড়া করতে চাইনি।’

বিষয়টি নিয়ে বাপ্পা মজুমদার বলেন, ‘গানটি আমার ভীষণ প্রিয়। আমার বয়স যখন ১৪ বা ১৫ বছর, তখন মায়ের কাছ থেকে গানটি তুলেছিলাম। বহু বছর পর মনে হলো গানটা করি। সেই ভাবনা থেকে গানটির ভিডিও করা।’

তিনি আরও বলেন, ‘গানটির ভিডিও নির্মাণের পরিকল্পনার সময়ই নাদিয়ার নামটি মাথায় আসে। এই ভিডিওতে দারুণ নেচেছে সে। নিরব সিয়ামের পরিচালানায় পুরো গানের মিউজিক ভিডিওতে দর্শক নাদিয়াকে অন্যরকমভাবে দেখবে।’

আসছে কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে বাপ্পা মজুমদারের ইউটিউব চ্যানেলে এটি প্রকাশ করা হবে।