Sat. Oct 18th, 2025
Advertisements

খােলাবাজার ২৪,শুক্রবার ৩১মে ২০১৯ঃ জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর ও কর্ণিয়ার নতুন গান ‘তোমার হাসি’ প্রকাশ হতে যাচ্ছে। গানটি লিখেছেন মেহেদি হাসান লিমন। গানটির সুর করেছেন নাজির মাহমুদ।

সম্প্রতি ঢাকার উওরাসহ বিভিন্ন মনোরম লোকেশনে গানটির ভিডিও দূশ্য ধারণ শেষ হয়েছে। ভিডিওটি নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। বাংলা গানের যুবরাজ আসিফ আকবর ও কর্নিয়া ছাড়াও গানের ভিডিওতে দেখা যাবে নিলয়কে।

গানটির সম্পর্কে কর্ণিয়া বলেন, ‘গানের কথা ও সুরে ভিন্নতা রয়েছে। আর আসিফ ভাইয়ের সঙ্গে তো এর আগেও গান করেছি। তার ব্যাপারে নতুন করে কিছু বলার নেই। এক কথায় তিনি অসাধারণ গায়ক এবং ভালো মনের একজন মানুষ। আশা করি আমাদের নতুন গানটিও শ্রোতারা পছন্দ করবে।’