Sat. Oct 18th, 2025
Advertisements

খােলাবাজার ২৪,শুক্রবার ৩১মে ২০১৯ঃ মিমি চক্রবর্তী। অভিনেত্রী সত্তার বাইরে এখন তার আরও একটি পরিচয় রয়েছে। তিনি নব নির্বাচিত সংসদ সদস্য। সদ্য সংসদে গিয়েছিলেন তিনি।

রাজনীতি এবং অভিনয়— এই দুই দিকই এখন ব্যালেন্স করবেন মিমি। এর মধ্যেই সোশ্যাল ওয়ালে ঋতুপর্ণ ঘোষের সঙ্গে একটি ছবি শেয়ার করলেন মিমি। লিখলেন, ‘মিস করি তোমাকে’।

৩০ মে, ২০১৩। মারা যান ঋতুপর্ণ। তার হাত ধরেই অভিনয় জগতে পা রাখেন মিমি। জনপ্রিয় ধারাবাহিক ‘গানের ওপারে’র মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। যার নেপথ্য দায়িত্ব ছিল ঋতুপর্ণের। প্রয়াত পরিচালকের কথা মনে রেখেই এ দিন সোশ্যাল মিডিয়ায় ছবিটি শেয়ার করেছেন মিমি।ছবিতে দেখা যাচ্ছে, মিমিকে যত্ন করে কাজল পরিয়ে দিচ্ছেন ঋতুপর্ণ। শুটিংয়ের আগে কোনও এক মুহূর্তের এই ফ্রেমের কাছে আজীবন ঋণী হয়ে থাকবেন নায়িকা। তিনি লিখেছেন, ‘তোমার অনুপস্থিতি কখনও পূর্ণ হবে না। আমরা তোমাকে মিস করি।’