Wed. Aug 27th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪, রবিবার ১৬ জুন ২০১৯ঃ লন্ডন মেয়র সাদিক খানকে জাতীয় স্বার্থের জন্য হুমকি হিসেবে অভিহিত করে আবারো তার সমালোচনায় মুখর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আরো বলেন, মেয়র সাদিক যুক্তরাজ্যের রাজধানীকে ধ্বংস করে দিচ্ছেন। বিবিসির এক প্রতিবেদনে এমনটিই জানা যায়।

তিনি এমন এক সময় এ মন্তব্য করলেন যখন ২৪ ঘন্টার মধ্যে লন্ডনে পাঁচবার হামলা হয় এবং তিন জন নিহত হয়। এ ব্যাপারে লেবার পার্টি নেতা জেরিমি করবিন বলেন, সংকটের সময় ট্রাম্পের মন্তব্য আসলেই দুঃখ জনক।

এদিকে, ট্রাম্পের মন্তব্যের জবাবে সাদিক খানের মুখপাত্র বলেন, সাদিক খান হামলায় হতাহত পরিবারের সাথে রয়েছেন। ট্রাম্পের মন্তব্যের জবাব দেয়ার মত সময় তাঁর হাতে নেই।