
কয়েক ঘণ্টার ওই অস্ত্রোপচারে নারীতে রূপান্তরিত হন জিন ইউ নামের ওই ব্যক্তি। অস্ত্রোপচারের প্রক্রিয়া শেষে তিনি বলেন, ‘আমি আমার নারী হওয়ার ইচ্ছা পূরণ করেছি।’
অস্ত্রোপচার শুরু হওয়ার পূর্বে তাকে প্রায় সহস্রাধিক প্রশ্নের জবাব দিতে হয়েছে এবং বেশকিছু পরীক্ষা করতে হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম চায়না ডেইলি।
জিনের বাবার তিনটি ছেলে সন্তান থাকলেও তিনি নাকি সবসময় মেয়েদের মতোই পোশাক পরতেন। তিনি বলেন, ওই সময়ে আমার বাবা-মা একটা মেয়ের প্রত্যাশা করেছিলেন।
১৯৭০ সালে বিয়ে করেন তিনি। এর কয়েক বছর এক মেয়ে সন্তানের পিতা হন জিন। অস্ত্রোপচার করতে হুইঝৌতে নিজের স্ত্রী লেং রুইয়ের সঙ্গেই এসেছিলেন তিনি। স্বামীর সিদ্ধান্তকে নিজে পুরোপুরি সমর্থন করেন বলে জানিয়েছেন রুই।
তিনি বলেন, ‘স্বামী থেকে জিন এখন আমার ঘনিষ্ঠ মেয়ে বন্ধু হয়েছে এবং এখন আমাদের সম্পর্ক অনেকটাই বোনের মতো।’