Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
sscsm-01
খােলাবাজার ২৪, শুক্রবার, ০৫জুলাই,২০১৯ঃ  জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। বুধবার (৩ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এই দুই পরীক্ষার সূচি প্রকাশ করে।

সূচি অনুযায়ী চলতি বছরের ২ নভেম্বর থেকে জেএসসি পরীক্ষা শুরু হবে। এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী বছরের ১ ফেব্রুয়ারি থেকে। বরাবরের মতো প্রথমে বহু নির্বাচনী (এমসিকিউ) অংশে পরীক্ষা আরম্ভ হবে। পরে সৃজনশীল/রচনামূলক অংশের পরীক্ষা দেবে শিক্ষার্থীরা।

পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের নির্ধারিত কেন্দ্রের আসনে বসতে হবে।

নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। কেন্দ্র সচিব ছাড়া অন্য কেউ পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন সঙ্গে নিতে পারবেন না।