খােলাবাজার ২৪, শনিবার ,২০জুলাই,২০১৯ঃ আব্দুল আউয়াল বানারীপাড়া ,
ইম্প্যাক্ট জীবনতরী ভাসমান হাসপাতাল এখন স্বরূপকাঠিতে। বৃহস্পতিবার উপজেলার ছারছীনা এলাকার সন্ধ্যা নদীতে হাসপাতালটি নোংঙ্গর করে। হাসপাতালের প্রশাসক মো. আলাউদ্দিন ও প্রেগ্রাম কো অর্ডিনেটর মো.ইনামুর রহমান বাবু জানান, স্বরূপকাঠি ,বানারীপাড়া কাউখালী অঞ্চলের মানুষের আহ্বানে স্বরূপকাঠি আগমন। এ হাসপাতালে সব শ্রেনী পেশার মানুষ স্বল্প খরচে চিকিৎসা সেবা নিতে পারে বিধায় তারা দাবী জানান। নোঙ্গর করার সাথে সাথে বেশ ক’জন রোগী চলে এসছেন। সব কিছু ঘুচ করার আগেই চিকিৎসকরা তাদেও চিকিৎসা দিয়েছেন। তারা জানান এখানে চক্ষু,নাক-কান-গলা, অর্থপেডিকসসহ বাকা হাত-পা সোজাকরার চিকিৎসা দেওয়া হয়। জটিল রোগী হলে বা অপারেশনের জন্য বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকা থেকে চলে আসেন। ওই হাসপাতালে জটিল রোগী আনা নেওয়ার জন্য নদী পথে স্পীড বোট ও সড়ক পথে এম্বুলেন্স সার্বক্ষনিক প্রস্তুত রাখা হয়। জরুরী প্রয়োজনে বিমানে(সি প্লেন) করে চিকিৎসকরা চলে আসেন