আজ সোমবার দুপুরে নাজিরপুর উপজেলা পরিষদ সড়কে কনসার্টেড ইম্পীরিয়াল ক্লাব এর উদ্যোগে প্রিয়া সাহার দেশ বিরোধী বক্তব্যের প্রতিবাদে ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর কাছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা তথ্য দিয়েছে প্রিয়া সাহা। তিনি নিজ স্বার্থ হাসিলের জন্য বিদেশীদের কাছে দেশ বিরোধী মিথ্যা তথ্য দিয়েছেন। নাজিরপুরে সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে সহবস্থান করছে। এখানে কোন হিন্দু নির্যাতন বা গুমের ঘটনা নেই। বক্তারা আরো বলেন, প্রিয়া সাহা যে মিথ্যাচার করেছে তা রাষ্ট্রবিরোধী। এ কারণে প্রিয়া সাহাকে দেশে ফিরিয়ে এনে শাস্তি দাবী করেন তারা।
