Sun. Oct 19th, 2025
Advertisements
খােলাবাজার ২৪,সোমবার,০৫ আগস্ট ,২০১৯ঃ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এবার মারা গেলেন আবহাওয়া অধিদফতরের উপ-পরিচালক এ কে এম নাজমুল হকের অন্তঃসত্ত্বা স্ত্রী শারমিন আরা শাপলা।

সোমবার (৫ আগস্ট) সকালে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আবহাওয়া অধিদফতরের সহকারী পরিচালক তাসমিমা ইমাম বলেন, শারমিন সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

তিনি বলেন, প্রশিক্ষণ নিতে তিন দিন আগে নাজমুল হক দক্ষিণ কোরিয়া গেছেন। যাওয়ার আগে গ্রামের বাড়ি গাইবান্ধায় স্ত্রী ও ছেলেকে রেখে যান। গ্রামের বাড়ি যাওয়ার পর তার ডেঙ্গু ধরা পড়ে। অবস্থার অবনতি হলে তাকে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।