Sun. Oct 19th, 2025
Advertisements
cow-hat-jpg-2
খােলাবাজার ২৪,সোমবার,০৫ আগস্ট ,২০১৯ঃ ঈদ ঘনিয়ে আসায় দেশের বিভিন্ন স্থানের জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুরহাট।

বিক্রেতারা দূর-দূরান্ত থেকে কোরবানির পশু নিয়ে হাটগুলোতে আসতে শুরু করেছেন। তবে এখনো পুরোপুরি জমে উঠেনি বেচা-বিক্রি। ক্রেতারা হাটে এসে পশু দেখছেন এবং দরদাম করছেন। তবে ঈদের দুই তিন আগে বেচা বিক্রি বাড়বে বলে মনে করছে হাট কর্তৃপক্ষ।

বাজারে ভারতীয় গরু আমদানি না হলে ভালো দাম পাওয়ার প্রত্যাশা করছেন খামারিরা।