খােলাবাজার ২৪,বৃহস্পতিবার,১২সেপ্টেম্বর,২০১৯ঃ আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে হারের পর ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়ের কাছে হারল টাইগাররা।
টেস্ট হারার পর জয়ের প্রতিজ্ঞা করলেও জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে সেটা দেখাতে পারেনি বাংলাদেশ ‘এ’ দল। যে দলে খেললেন মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিনও।
বুধবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতিমূলক টি-টোয়েন্টি ম্যাচটিতে ৭ উইকেটে হেরেছে বিসিবি একাদশ।
টস জিতে আগে ব্যাট করে সাইফ হাসানের নেতৃত্বাধীনে বিসিবি একাদশ ৭ উইকেটে ১৪২ রানের বেশি করতে পারেনি। জবাবে ১৬ বল বাকি থাকতেই মাত্র ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে হ্যামিল্টন মাসাকাদজার জিম্বাবুয়ে।