Sun. Oct 19th, 2025
Advertisements
খােলাবাজার ২৪,শনিবার,০২নভেম্বর,২০১৯ঃ মালির উত্তরাঞ্চলে সেনা অবস্থানে জঙ্গি হামলায় এক বেসামরিক নাগরিকসহ ৫৩ সেনাসদস্য নিহত হয়েছে।

শুক্রবার (১ নভেম্বর) মালির ইন্ডেলিমেন নদীর নিকটবর্তী সেনা অবস্থানে এই ঘটনা ঘটে।

মালির সেনাবাহিনী তাদের ফেসবুকে পেজে বিষয়টি নিশ্চিত করে।

দেশটির যোগাযোগমন্ত্রী সানগারি এক টুইটে জানান, জঙ্গিদের এই হামলায় এক বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন। এছাড়া ঘটনাস্থল থেকে জীবিত অবস্থায় ১০ জনকে উদ্ধার করা হয়েছে।

ঘটনাস্থলে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণেই রয়েছে বলেও জানান তিনি।

এর আগে গত সেপ্টেম্বরেই মালিতে মধ্যাঞ্চলে দুটি সেনাঘাঁটিতে হামলায় ৩৮ সেনাসদস্য নিহত হয়। এরপর আবারো বড় ধরনের হামলা হলো দেশটির সেনাঘাঁটিতে।

মালিতে নিজেদের শক্ত অবস্থান থেকে আল কায়দা ও ইসলামিক স্টেটের সঙ্গে জড়িত গ্রুপগুলো সাহেল অঞ্চলজুড়ে হামলা চালিয়ে যাচ্ছে।