Sun. Oct 19th, 2025
Advertisements

খােলাবাজার ২৪,রবিবার,১৭নভেম্বর,২০১৯ঃএক সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম না কমলে হস্তক্ষেপ করবে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।

আইনজীবী তানভীর আহমেদ এ সংক্রান্ত রিট শুনানি করতে গেলে রোববার (১৭ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

আদালত বলেন, আপনারা এক সপ্তাহ দেখেন। এর মধ্যে যদি পেঁয়াজ নিয়ে পরিস্থিতি স্বাভাবিক না হয় তাহলে আমরা হস্তক্ষেপ করবো।

এর আগে পেঁয়াজের দাম বৃদ্ধির সঙ্গে জড়িতদের খুঁজে বের করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন আইনজীবী তানভীর আহমেদ।

রিটে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণের সংশ্লিষ্টদের ব্যর্থতা কেন অবৈধ হবে না এই মর্মে রুল জারির নির্দেশনা চাওয়া হয়।

দুনীর্তি দমন কমিশনসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।