Wed. Sep 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খােলাবাজার ২৪,বৃহস্পতিবার,২১নভেম্বর,২০১৯ঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা এলাকার ঐতিহ্যবাহী দুর্গাসাগর পাড়ি দিতে গিয়ে নিখোঁজ পুলিশ সদস্যের পুত্রের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের নয় ঘন্টা পর বুধবার রাত নয়টার দিকে দিঘিতে জাল টেনে ওমর ফারুক হৃদয়ের লাশ উদ্ধার করা হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানা সূত্রে জানা গেছে, হৃদয় নগরীর কাউনিয়া হাউজিং এলাকার বাসিন্দা আরআরএফ পুলিশের হাবিলদার শাহ আলমের পুত্র এবং রাজধানীর আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। হৃদয় বুধবার বেলা ১২টার দিকে বন্ধু ও বান্ধবীর সাথে বাজি ধরে দুর্গাসাগর দিঘি সাতরে পাড়ি দিতে গিয়ে নিখোঁজ হন। দিঘির দক্ষিণপ্রাপ্ত থেকে নেমে সাতরে কিছুটা পথ অতিক্রম করার পরে ডুব দিয়ে নিখোঁজ হন হৃদয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ডুবুরিদল নৌকাযোগে দিঘিতে উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু কোথাও তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে তল্লাশির একপর্যায়ে রাত নয়টার দিকে দিঘিতে জাল টেনে নিখোঁজ হৃদয়ের লাশ উদ্ধার করা হয়।

বিমানবন্দর থানার ওসি জাহিদ বিন আলম বলেন, সুরাহাতাল রিপোর্ট শেষে ওমর ফারুক হৃদয়ের লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।