Sun. Oct 19th, 2025
Advertisements
খােলাবাজার২৪,রবিবার,০৫জানুয়ারি ,২০২০ঃ রাজধানীসহ দেশের বেশ কিছু জায়গায় রোববার (৫ জানুয়ারি) বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে সন্ধ্যার পর শীতের তীব্রতাও বাড়বে। আর সোমবার থেকে ফের শীত জেঁকে বসতে পারে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেটসহ দেশের বিভিন্ন জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি শেষে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

এদিকে আজ (রোববার) সকাল থেকে রাজধানীর আকাশ মেঘলা। তবে আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কমবে। ফলে শীত আরো জেঁকে বসতে পারে। এর মধ্যে শুরু হতে পারে নতুন বছরের প্রথম ও মৌসুমের তৃতীয় শৈত্যপ্রবাহ।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টায় সারাদেশে রাতের তাপমাত্রা কমতে পারে।