আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেটসহ দেশের বিভিন্ন জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি শেষে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
এদিকে আজ (রোববার) সকাল থেকে রাজধানীর আকাশ মেঘলা। তবে আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কমবে। ফলে শীত আরো জেঁকে বসতে পারে। এর মধ্যে শুরু হতে পারে নতুন বছরের প্রথম ও মৌসুমের তৃতীয় শৈত্যপ্রবাহ।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টায় সারাদেশে রাতের তাপমাত্রা কমতে পারে।