Sun. Oct 19th, 2025
Advertisements

খােলাবাজার২৪,বুধবার,০৮জানুয়ারি,২০২০ঃজাহাঙ্গীর রেজা, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডিমলায় জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮-জানুয়ারী) সকালে উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের আয়োজনে বিদ্যালয় হতে উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রায় ৩’শতাধিক বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সনদ পত্র বিতরণ হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার দাসের সঞ্চালনায় উপজেলা পরিষদ হলরুমে এ বিতরণ অনুষ্ঠানে কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রানী রায়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার সাজ্জাদূর জামান, ফিরোজ আলম, আফজালুল হক, রাশেদুজ্জামান, বাবুরহাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব আজিজুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষার্থীর অভিভাবক বৃন্দ।