Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪,বুধবার,১৫জানুয়ারি,২০২০ঃ দেশের ও বিদেশের স্বনামধন্য ব্যাংকিং ব্যক্তিত্ব জনাব খন্দকার রাশেদ মাকসুদ স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকও সিইও হিসেবে যোগদান করেছেন।
আর্থিক খাতে প্রগাঢ় জ্ঞানের অধিকারী, বিচক্ষণ ব্যাংকার জনাব রাশেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে ফিন্যান্সে এমবিএ সম্পন্ন করে ১৯৯২ সালে আমেরিকান এক্সপ্রেস ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে কর্মজীবন শুরু করেন। স্ট্যান্ডার্ড ব্যাংক- এ যোগদানের পূর্বে তিনি এনআরবিসি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং দীর্ঘ সাত বছর সিটি ব্যাংক এন. এ. বাংলাদেশ- এর ব্যবস্থাপনা পরিচালক ও সিটি কান্ট্রি অফিসার হিসেবে দায়িত্বরত ছিলেন।
দীর্ঘ ২৮ বছরের ব্যাংকিং ক্যারিয়ারে জনাব রাশেদ সিটি ব্যাংক এন. এ. বাংলাদেশ এর কর্পোরেট ব্যাংকিং গ্রুপ,ফিন্যান্সিয়াল ইন্সটিটিউশন স্গ্রুপ হেডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। এরপরে ডিরেক্টর ও গ্লোবাল ট্রান্সেকশনের প্রধানের দায়িত্ব পান। সততা, দক্ষতা ও ক্যারিশম্যাটিক নেতৃত্বের স্বীকৃতি স্বরুপ তিনি একই ব্যাংকের ইন্দোনেশিয়ার জাকার্তা অফিসের ব্যবস্থাপনা পরিচালকএবংপরবর্তীতে বাংলাদেশ- এর ব্যবস্থাপনা পরিচালক ও সিটি কান্ট্রি অফিসার হিসেবে নিযুক্ত হন। জনাব রাশেদ এমআইডি এএস ফিন্যান্স লিমিটেড, ঢাকা,বাংলাদেশের পরিচালনা পর্ষদের উপদেষ্টা ছিলেন।
বাস্তব চিন্তাশক্তি, দূরদর্শিতা, প্রগাঢ় জ্ঞান এবংঅনুপ্রেরণামূলক নেতৃত্বের গুণে জনাব রাশেদ তার কর্মক্ষেত্রের প্রতিটি পর্যায়ে সাফল্যের সাক্ষর রেখেছেন। শিক্ষা জীবনে ও জনাব রাশেদ ছিলেন অত্যন্ত মেধাবী। ১৯৮৩ সালে তিনি ঢাকার সেন্ট জোসেফ হাই স্কুল থেকে এসএসসিএবং ১৯৮৫ সালে নটরডেম কলেজ থেকে এইচএসসি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি.কম সম্পন্ন করেন। দীর্ঘ ব্যাংকিং জীবনে তিনি অসংখ্য সেমিনার, কর্মশালা এবং ট্রেনিং- এ অংশগ্রহণ করেছেন। সংসার জীবনে তিনি দুই কন্যার গর্বিত পিতা।