খােলাবাজার২৪,সোমবার,২৭জানুয়ারি,২০২০ঃ আসন্ন ১ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম এর পক্ষে মৎস্য জীবী লীগের জমজমাট প্রচারণা।আজ আদাবর, শেখের টেক, শ্যামলি, কল্লানপুর এবং দারুসসালামে ব্যাপক গণসংযোগ করেছেন মৎস্য জীবী লীগের সিনিয়র সহ-সভাপতি নূর-ই-আলম রবু।
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সুন্দর ঢাকা আধুনিক ঢাকা বাসযোগ্য ঢাকা গড়তে প্রধানমন্ত্রী জননেএী শেখ হাসিনার মেয়র প্রার্থী হিসাবে আতিকুল ইসলাম আতিকের বিকল্প নেই বলে উল্লেখ করেন ঢাকা মহানগর উত্তর সিটি নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মৎস্য জীবী লীগের সিনিয়র সহ-সভাপতি নূর-ই-আলম রবু ।
গণসংযোগে উপস্হিত ছিলেন মৎস্য জীবী লীগের নির্বাচনি পরিচালনা কমিটির সদস্য সচিব মীর রাশেদুজ্জামান, যুগ্ম আহবায়ক নাসরিন সুলতানা, যুগ্ম আহবায়ক কেন্দ্র কমিটির যুগ্ম সাধরন সম্পদক ফিরোজ তালুকদার, যুগ্ম আহবায়ক এস কে মইনুল ইসলাম, সদস্য সাকিবসহ স্থানীয় নেতাকর্মীরা।