Sun. Oct 19th, 2025
Advertisements
খােলাবাজার২৪,মঙ্গলবার,২৮জানুয়ারি,২০২০ঃ৩৫ বছরের যুবক মোহাম্মদ ইব্রাহিমের সঙ্গে ৮০ বছরের আইরিশের ফেসবুকে প্রথম পরিচয় হয়। এরপর তা প্রণয়ে রূপ পায়।

ব্রিটেনে এমনটা ঘটেছে। পরে কায়রোতে প্রথম দেখা হওয়ার পরই বিয়ের সিদ্ধান্ত নেন তারা। কিন্তু সঠিক কাগজপত্র না থাকায় তা ভেস্তে যায়। তবে তারা বিয়ের সিন্ধান্ত থেকে পিছু হটেনি। কাগজ পত্র ঠিক করেই শিগগিরই বিয়ে করব।

লন্ডনের একটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আইরিশ জোনস (৮০) যিনি যুক্তরাজ্যের একজন বাসিন্দা। পেনশনের টাকায় তার দিন চলে। তিনি মিশরের এক ৩৫ বছর বয়সী ওই যুবক বেকার।

এ বিষয়ে আইরিশ বলেন, মোহাম্মদ ইব্রাহিমের খারাপ কোনো মতলব নেই। সে আমার টাকা বা ব্রিটেনে প্রবেশ করার জন্য আমায় বিয়ে করছে না। আমার নিজেকে আবার কুমারীর মতো মনে হচ্ছে।