Thu. Oct 16th, 2025
Advertisements

খােলাবাজার২৪,শনিবার,০৮ফেব্রুয়ারি,২০২০ঃ রুমাল। দেখুন প্রয়োজনীয় এই বস্তুটিই আবার হয়ে উঠলো কিনা ভাইরাসের আঁতুড়ঘর? চারকোণা কাপড়টায় লুকিয়ে নেই তো করোনাভাইরাসের জীবাণু? করোনাভাইরাস ঠেকাতে রুমাল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছেন ভারতের চিকিৎসকরা।

শীত চলে যাওয়ার এই সময়টায় ঘরে ঘরে সর্দি-কাশি। ছোঁয়াচে অসুখ ঠেকাতে চিকিৎসকরা বলছেন, সবার আগে নাক ঝাড়ার রুমাল ব্যবহার বন্ধ করতে। ঘনঘন সর্দি এবং কাশি হলেই কফ উঠে আসা, সঙ্গে জ্বর এসবই করোনাভাইরাসের উপসর্গ।

মেডিসিন বিশেষজ্ঞ ডা. অরিন্দম বিশ্বাস জানিয়েছেন, সর্দিকাশির পর রুমালে নাক ঝেড়ে অনেকেই তা রেখে দেন। সেই রুমালে লেগে থাকে জীবাণু। ওই রুমাল ভুলবশত কেউ ব্যবহার করলে তার থেকেই ছড়াতে পারে অসুখ। এর চেয়ে ন্যাপকিন ব্যবহার করা অনেক নিরাপদ। একবার ব্যবহার করেই তা ফেলে দেওয়া যায়।

দেখা হলেই হ্যান্ডশেক কিংবা গালে গাল ঠেকিয়ে অভিনন্দন চুম্বন-আপাতত এই ধরনের পাশ্চাত্য সংস্কৃতিকে বিপজ্জনক বলছেন চিকিৎসকরা। বিলেতি এই আচার-ব্যবহারই করোনাভাইরাস ছড়াতে পারে।