Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খােলাবাজার২৪,রবিবার,০৯ফেব্রুয়ারি,২০২০ঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের তিনটি ইউনিটে (এ, বি ও সি) মেধাতালিকায় থাকা ৮২ শিক্ষার্থীর ভর্তি প্রক্রিয়া শেষ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রোববার (৯ ফেব্রুয়ারি) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ পৃথক চারটি রিটের শুনানি নিয়ে এ আদেশ দেন।

তবে যে ইউনিটের (ডি) ফলাফল এখনো প্রকাশ হয়নি, সেই ইউনিটের ক্ষেত্রে রিট আবেদনকারীর ভর্তির বিষয়টি বিবেচনা করতে বলা হয়েছে।

মেধা তালিকায় থাকা ৮২ শিক্ষার্থী তিনটি ও ভর্তি পরীক্ষায় অংশ নেয়া এক শিক্ষার্থী একটি রিট করেন।

মেধা তালিকায় থাকার পরও ভর্তিপ্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে তিনটি রিট করা হয়।

দুটি রিট আবেদনকারীদের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বলেন, ৮২ শিক্ষার্থীর তিন ইউনিটে বিষয় নির্বাচনসহ ভর্তি প্রক্রিয়া শেষ করতে আদালত আদেশ দিয়েছেন।