Sun. Oct 19th, 2025
Advertisements
রাজাকারের তালিকা নিয়ে অসন্তুষ্ট স্বরাষ্ট্রমন্ত্রী
খােলাবাজার২৪,মঙ্গলবার,১৮ফেব্রুয়ারি,২০২০ঃ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রকাশিত ‘রাজাকার, আলবদর, আলশামস ও স্বাধীনতা বিরোধীদের’ নামের তালিকা নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার (১৮ ডিসেম্বর) সচিবালয়ে নিজের কার্যালয়ে সাংবাদিকদের সামনে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

এসময় মন্ত্রী জানান, দালাল আইনে যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদের নামের তালিকা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে পাঠিয়েছিলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আর এসব মামলায় যারা খালাস পেয়েছেন তাদের নামের তালিকাও নোট হিসেবে সঙ্গে যুক্ত করে দেয়া হয়েছিল।

তিনি বলেন, মন্ত্রী তালিকা চেয়েছেন, আমরা দিয়েছি। কিন্তু তা প্রকাশ করবেন কিনা তা আমাদের বলেননি।

প্রসঙ্গত, গেল রোববার (১৫ ডিসেম্বর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ১০ হাজার ৭৮৯ ব্যক্তির নাম প্রকাশ করে সেটিকে রাজাকারের তালিকা বলে উল্লেখ করে। বুধবার (১৮ ডিসেম্বর) সেই তালিকা প্রত্যাহার করে নেয় মন্ত্রণালয়।