Thu. Oct 16th, 2025
Advertisements
খােলাবাজার২৪,শনিবার,১৪মার্চ,২০২০ঃ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ভারতের দুই জনের মৃত্যু হয়েছে। এছাড়া এখন পর্যন্ত ৮৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়।

করোনা ভাইরাস প্রতিরোধে ভারতের পশ্চিমবঙ্গে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।  শনিবার (১৪ মার্চ) এ ঘোষণা দেয়া হয়। সোমবার (১৬ মার্চ) থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।

আগামী ৩১ মার্চ পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। তবে চলমান উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলবে। অভ্যন্তরীণ কোনো পরীক্ষা চলবে না বলে জানানো হয়েছে।