Tue. Aug 26th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
রুহুল কবির রিজভী

খােলাবাজার২৪,শুক্রবার ২৯ মে, ২০২০:বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যেভাবে অফিস-আদালত, গণপরিবহন চালু করা হচ্ছে। যেন মৃত্যুর মিছিলকেই আলিঙ্গন করা।

তিনি বলেন, সরকারের উচিত ছিল প্রতিটি জেলা-উপজেলায় করোনার পরীক্ষা নিশ্চিত করা।

শুক্রবার (২৯ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কোন্দ্রীয় কার্যালয়ে এক ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, সরকার বাংলাদেশে করোনা সংক্রমণ নিয়ে লুকোচুরি খেলছে। একদিকে এই সংক্রমণে মৃত্যু ও আক্রান্তের সঠিক পরিসংখ্যান তো দিচ্ছেই না। অন্যদিকে এই ভাইরাসকে বিনা বাধায় ঝাঁক বেধে আক্রমণের সুযোগ করে দিচ্ছে। যেহেতু রাতের নির্বাচনে গঠিত এই সরকার, তাই জনগণের ভাবনাকে তারা আমলে না নিয়ে নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে।

এই বিএনপি নেতা বলেন, ‘দেশ-বিদেশের বিশেজ্ঞদের মতামতকে অগ্রাহ্য করে সরকারের একগুঁয়েমিতে খুলে দেওয়া হচ্ছে সবকিছু। চারিদিকে নিরন্ন মানুষের হাহাকার, বিপন্ন মানুষের আর্তনাদ ও চিকিৎসা বঞ্চিত মানুষ গুমরে কাঁদছে। এই হলো বর্তমানে দেশের অবস্থা। এই সরকারের আমলে দুর্নীতিতে সবকিছু খেয়ে ফেলেছে। স্বাস্থ্যসেবা বলতে কিছুই নেই বাংলাদেশে।’