Sun. Oct 19th, 2025
Advertisements

খােলাবাজার২৪,শুক্রবার ২১ আগস্ট, ২০২০: জনপ্রিয় সংগীতশিল্পী এস আই টুটুল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিন দিন আগে করোনা পরীক্ষা করানো হলে তার রেজাল্ট পজেটিভ আসে। বর্তমানে তিনি বাসায় আইসোলেশনে রয়েছেন।

আজ (২১ আগস্ট) এস আই টুটুল তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেন—তিন দিন আগে করোনা টেস্ট করিয়েছিলাম, টেস্টের রেজাল্ট পজিটিভ এসেছে। এখন বাসায় আলাদা রুমে আইসোলেশনে আছি।

সবার কাছে দোয়া চেয়ে এই শিল্পী লিখেন—আল্লাহ পাকের এই পরীক্ষায় জানি না পাশ করবো কিনা! সবাই আমার জন্য দোয়া করবেন। আমার জানা-অজানা ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিবেন।

তিনি আরো লিখেন—আপনাদের সবার উপর মহান প্রতিপালকের কাছ থেকে শান্তি ও রহমত নেমে আসুক। আমি আমার প্রতিটি নামাজে সবার জন্যই দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমিন।

উল্লেখ্য, নন্দিত এই শিল্পী অসংখ্য জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন। চলচ্চিত্রে নিয়মিত প্লেব্যাক করছেন। বর্তমানে তার হাতে বেশ কিছু কাজ রয়েছে।