খােলাবাজার২৪, মঙ্গলবার২০, অক্টোবর ২০২০: মঙ্গলবার (২০.১০.২০২০) কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করার প্রতিশ্রুতি নিয়ে রূপালী ব্যাংক লিমিটেডের ৫৭৮ তম নাগেশ্বরী শাখা ভার্চুয়ালি উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রূপালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন শাখার উদ্বোধন করেন।
রংপুর বিভাগীয় কার্যালয়ের জিএম আব্দুর রহিমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, খন্দকার আতাউর রহমান ও মোহাম্মদ জাহাঙ্গীর, জিএম অশোক কুমার সিংহ রায়, মো. শফিকুল ইসলাম, মো. মজিবর রহমান, গোলাম মর্তুজা, খান ইকবাল হোসেনসহ ব্যাংকের উর্ধতন কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।