Thu. Oct 16th, 2025
Advertisements
খােলাবাজার২৪, শনিবার ৩০ জানুয়ারি ২০২১ঃ সাতক্ষীরার কলারোয়া পৌরসভা নির্বাচন থেকে নানা অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দেন বিএনপি মনোনীত প্রার্থী শরিফুজ্জামান তুহিন।

৯টি কেন্দ্রের সবকটি থেকে এজেন্টদের মারধর করে বের করে দেওয়া, লাঞ্ছিত করা এবং বহিরাগতদের এনে নৌকায় ভোট দেওয়ানোর অভিযোগ করে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন কলারোয়া পৌরসভার বিএনপি মনোনীত প্রার্থী শরিফুজ্জামান তুহিন। আজ শনিবার সকাল ১০টার দিকে ভোট চলাকালে তিনি এ ঘোষণা দেন।

বিএনপি প্রার্থী সাংবাদিকদের বলেন, কেন্দ্রে কেন্দ্রে নৌকার পক্ষে ভোট কাটাকাটি হচ্ছে। পুলিশ তার সব এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দিয়েছে। আমাকে পুলিশ লাঞ্ছিত করেছে। প্রিসাইডিং অফিসার, ম্যাজিস্ট্রেট এমনকি উপজেলা নির্বাহী কর্মকর্তা তা দেখেও বসেছিলেন। সাংবাদিকদের সঙ্গে পুলিশ অশোভন আচরণ করেছে। একজন ক্যামেরাম্যানকে গলার কলার ধরে কেন্দ্র থেকে বের করে দিয়েছে পুলিশ।