Sun. Oct 19th, 2025
Advertisements

খােলাবাজার২৪, বুধবার, ০৯জুন, ২০২১ঃ ল্যাটিন অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে জয়যাত্রা অব্যাহত রেখেছে ব্রাজিল। আজ বুধবার সকালে প্যারাগুয়ের মাঠে ২-০ গোলে জিতেছে সেলেসাওরা। দুই গোলেই অবদান রয়েছে নেইমারের। প্রথম গোলটি করেছেন তিনি আর লুকাস পাকুয়েতার করা দ্বিতীয় গোলটিতে অ্যাসিস্ট রয়েছে তার।

বিশ্বকাপ বাছাই পর্বে এখন পর্যন্ত ৬টি ম্যাচ খেলেছে ব্রাজিল। এই ৬ ম্যাচের সবগুলোতেই জিতেছে ৫ বারের চ্যাম্পিয়নরা। দ্বিতীয় স্থানে থাকা আর্জেন্টিনার থেকেও ৬ পয়েন্ট এগিয়ে শীর্ষে অবস্থান করছে দলটি।

এই বাছাই পর্বে সবগুলো ম্যাচে খেলেননি নেইমরা। ৬টির মধ্যে ৪টি ম্যাচ খেলেছেন এই পিএসজি তারকা। এই চার ম্যাচে সরাসরি ৯ গোলে জড়িত নেইমারের নাম। চার ম্যাচে ৫টি গোল করেছেন নেইমার আর অ্যাসিস্ট করেছেন আরও চারটি গোলে।