খােলাবাজার২৪,শনিবার,২৬জুন,২০২১ঃ প্রথম আলোয় বৃহস্পতিবার প্রকাশিত ” তারেকের নেতৃত্বে বিএনপি দাঁড়াতে পারছে না” শীর্ষক রাজনৈতিক প্রতিবেদনের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পিরোজপুর জেলা শাখার সভাপতি হাসান আল মামুন এবং সাধারণ সম্পাদক বদিউজ্জামান শেখ রুবেল।
নেতৃদ্বয় উক্ত প্রতিবেদনের প্রতিবাদে আজ এক লিখিত বিবৃতিতে বলেন, দেশনায়ক জনাব তারেক রহমানকে নিয়ে প্রতিবেদকের করা প্রতিবেদনটি সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট, কল্পনাপ্রসূত ও উদ্দেশ্যপ্রণোদিত। এমন মনগড়া মিথ্যের বেসাতি ও গোয়েবলসীয় বিস্তৃত প্রপাগান্ডা ছাড়ানোর মাধ্যমে কুচক্রীদের মূল উদ্দেশ্য হলো আন্তর্জাতিক সাম্রাজ্যবাদের দোসর আওয়ামী তাঁবেদার সরকারের তোষামোদি করে উচ্ছিষ্ট হাড্ডি প্রাপ্তির লালসা এবং তারেক রহমানের অনবদ্য নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করা ও তাঁর কাঁচস্বচ্ছ ভাবমূর্তি ক্ষুন্ন করা।
প্রকৃত সত্য হলো, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অনুপস্থিতিতে দেশনায়ক জনাব তারেক রহমানের সর্বজন সমাদৃত নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলসহ সকলেই ঐক্যবদ্ধ। বিশেষকরে তিনি গণতান্ত্রিক পন্থায় প্রণীত গঠনতন্ত্রবলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক এবং দেশব্যাপী ছাত্রদলের লাখো নেতাকর্মী তার যুগান্তকারী নেতৃত্বের ওপর সর্বান্তকরণে আস্থাশীল ও নিবেদিত।
নেতৃদ্বয় আরও বলেন, আমরা মনে করি- প্রতিবেদক এসব গোয়েবলসীয় প্রকারান্তরে কাদের-হাসানীয় ষড়যন্ত্র তথ্য পরিবেশন করে নিজেকে হলুদ সাংবাদিক হিসাবে উপস্থাপন করাসহ সাংবাদিকতা পেশাকে হেয়প্রতিপন্ন করেছেন। তাহলে আমরা কি ধরে নেবো, রোজিনাকাণ্ডে রোজিনার জামিনের পর প্রথম আলোর রহস্যময় নিরবতা এবং তারেক রহমানকে হেয় করার এই অপচেষ্টা প্রথম আলোর পক্ষ থেকে তাঁবেদার সরকারকে প্রদেয় পরিতোষক ও জামানতনামা! নেতৃদ্বয় এসব দুরভিসন্ধিমূলক প্রতিবেদন প্রত্যাখ্যান করার পাশাপাশি সাংবাদিকদের হলুদ সাংবাদিকতা পরিহার করে দেশের স্বার্থে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহবান জানান।