Sun. Oct 19th, 2025
Advertisements
খোলাবাজার২৪, রবিবার,০৩ অক্টোবর ২০২১: এবার ছেলেদের স্কুলগুলোতে নারী শিক্ষকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে তালেবানের সরকারের শিক্ষা মন্ত্রণালয়।  এতে অনিশ্চয়তার মধ্যে পড়েছে দেশটির নারী শিক্ষকদের ভবিষ্যত। আফগানিস্তানের একটি স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

শিক্ষিকারা স্কুলে না আসায় শিক্ষার্থীরাও উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, আমাদের অনেক সমস্যা হচ্ছে। সংকটের কারণে পুরুষ শিক্ষকরা সব ক্লাসে পড়তে পারছেন না।

এ ব্যাপারে তালেবানের সাংস্কৃতিক কমিশনের সদস্য নূর মোহাম্মদ মুতাওয়াকিল জানান, সরকার নারী শিক্ষক ও শিক্ষার্থীদের স্কুলে ফেরার ব্যাপারে একটা সমাধানে আসতে আলোচনা চালিয়ে যাচ্ছে।

তবে তালেবানের শিক্ষা মন্ত্রণালয় কবে থেকে নারী শিক্ষকদের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করেছে সে ব্যাপারে কিছু জানা যায়নি।এর আগে, গত মাসে আফগানিস্তানে তালেবান সরকারের শিক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে  শিক্ষক ও ছেলে শিক্ষার্থীরাই স্কুলে আসার ব্যাপারে নির্দেশনা জারি করে। তবে ওই নির্দেশনায় মেয়ে শিক্ষার্থীদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।