Sun. Oct 19th, 2025
Advertisements

খোলাবাজার২৪,মঙ্গলবার ০৫ অক্টোবর ২০২১: ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ‘মানুষের জন্য ফাউন্ডেশনের’ নির্বাহী পরিচালক শাহীন আনাম ও ‘বাঁচতে শেখার’ নির্বাহী পরিচালক অ্যাঞ্জেলা গোমেজের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছে হিন্দু মহাজোট।

মঙ্গলবার (৫ অক্টোবর) হিন্দু মহাজোটের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রবীর চৌধুরী রিপন এই মামলা দায়ের করেন।

বাদীপক্ষের আইনজীবী জয়লাল বিশ্বাস জানান, আদালতে মামলাটি জমা দেয়ার পর বিচারক মৌখিকভাবে সিআইডিকে এটি তদন্ত করতে বলেন।

মামলায় শাহীন আনাম ও অ্যাঞ্জেলা গোমেজের বিরুদ্ধে হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি, সংবিধান লঙ্ঘন করে সনাতনি হিন্দু আইন সংস্কারের উদ্যোগ, হিন্দু সম্প্রদায়কে সরকারের মুখোমুখি করে বিশৃঙ্খলা সৃষ্টি, আন্তর্জাতিক পর্যায়ে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টার অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছেন এই আইনজীবী।