খোলাবাজার২৪, বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২ঃ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের দনিয়া শাখা, ঢাকা শরীফ টাওয়ার, ৬২ দনিয়া, কদমতলীতে স্থানান্তর করা হয়েছে। ২৫ আগস্ট ২০২২, বৃহ¯পতিবার ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে নতুন স্থানে শাখার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী। ঢাকা ইস্ট জোনপ্রধান মোঃ আমিনুর রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের এ´িকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান ভ্ুঁইয়া ও বিশিষ্ট রাজনীতিবিদ আবদুস সালাম বাবু। স্বাগত বক্তব্য দেন দনিয়া শাখাপ্রধান মোঃ নাজিম উদ্দিন। এ সময় শাখার কর্মকর্তা, গ্রাহক ও শুভানুধ্যায়ীগণ উপস্থিত ছিলেন।