Sun. Oct 19th, 2025
Advertisements

খোলাবাজার২৪, সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২ঃ রূপালী ব্যাংক লিমিটেডের কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহনে ব্যবসায়িক সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। রবিবার কুমিল্লার মনোহরপুরে রূপালী ব্যাংক টাওয়ারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত  সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর।

কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের মহাব্যস্থাপক মো. ইসমাইল হোসেন শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর, ফেনী ও কুমিল্লা জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক রূপক কুমার রক্ষিত, মো. কুদ্দুস মিয়া ও মো. মাহাবুব-উল-আলম এবং কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের অধীনস্থ ৫১ জন শাখা ব্যবস্থাপক।