Thu. Oct 16th, 2025
Advertisements

খোলাবাজার২৪, বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২২: বিগত এক দশকের বেশি সময় ধরেযমুনা ব্যাংক ফাউন্ডেশন শিক্ষা-সংস্কৃতি, চিকিৎসা, দারিদ্র বিমোচন, দুর্যোগ ব্যবস্থাপনা সহ নানাবিধ CSR কর্মকাণ্ড পরিচালনা করে আসছে এরই ধারাবাহিকতায়, এ বছর ৬ষ্ঠ বারের মত যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে আগামী ২০ নভেম্বর, ২০২২ থেকে ২ সপ্তাহব্যাপী নেদারল্যান্ডস এর বিশিষ্ট ডাক্তার এবং প্লাস্টিক সার্জনদের দ্বারা বিনামূল্যে প্লাষ্টিক সার্জারীর মাধ্যমে ঠোঁটকাটা, তালুকাটা ও পোড়া রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হবে।

উল্লেখ্য, এ ধরণের সামাজিক কর্মকাণ্ড ব্যাংকিং সেক্টরে বাংলাদেশের ইতিহাসে যমুনা ব্যাংক লিমিটেড ছাড়া অন্য আর কোনো ব্যাংক কখনোই করেনি। সর্বশেষ অনুষ্ঠিত ৫টি ক্যাম্পে বিনামূল্যে ২,৩৬১ জন রোগীর চিকিৎসা সহ ৭৭১ জন সার্জারীর সু্যোগ পান।আগ্রহী চিকিৎসা প্রার্থীরা যমুনা ব্যাংকের নিকটস্থ যেকোনো শাখা/উপশাখা হতে রেজিষ্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশনের সর্বশেষ তারিখ ১৫ নভেম্বর, ২০২২।

প্রয়োজনেঃ যমুনা ব্যাংক লিমিটেড, প্রধান কার্য্যালয়, গুলশান, ঢাকা। (মোবাইলঃ ০১৭১০৩৮১৭৬৬)