০১ মার্চ, খোলা বাজার অনলাইন ডেস্কঃ সোশ্যাল ইসলামী ব্যাংকের ৬টি নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে। ০১ মার্চ ব্যাংকের প্রধান কার্যালয় হতে ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলমপ্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকেএজেন্ট ব্যাংকিং আউটলেটগুলো উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকেরউপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকেরমানব সম্পদ বিভাগের প্রধান কাজী ওবায়দুল আল-ফারুক, মার্কেটিং এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মোঃ মনিরুজ্জামানএবং এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান মোঃ মশিউর রহমান। এছাড়াও অনুষ্ঠানে ব্যাংকের সংশ্লিষ্ট শাখাসমূহের ব্যবস্থাপক, আউটলেটগুলোর এজেন্টসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
নতুন ৬টি এজেন্ট ব্যাংকিং আউটলেটগুলোহচ্ছে- লক্ষ্মীপুর সদরে দত্তপাড়া বাজার এজেন্ট ব্যাংকিং আউটলেট, নোয়াখালীর সুবর্ণচরে জনতা বাজার এজেন্ট ব্যাংকিং আউটলেট, যশোরের চৌগাছায় দশপাখিয়া বাজার এজেন্ট ব্যাংকিং আউটলেট, সাভারে দক্ষিন কাউন্দিয়া এজেন্ট ব্যাংকিং আউটলেট, হবিগঞ্জের মাধবপুরে শাহাপুর নতুন বাজার এজেন্ট ব্যাংকিং আউটলেট, ফেনীর পরশুরামে সুবার বাজার এজেন্ট ব্যাংকিং আউটলেট।