Tue. May 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

মোঃসোহেল, জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগ এলামনাই এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে মো. জাহিদুল ইসলাম সৈকত ও সাধারণ সম্পাদক হিসেবে রিয়াজ আহমেদ সজল দায়িত্বে আছেন।

শনিবার সংগঠনের সভাপতি মো. জাহিদুল ইসলাম সৈকত ও সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদ সজল সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পূর্নাঙ্গ কমিটি গঠনের কথা জানানো হয়।

পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক এর পাশাপাশি সাংগঠনিক সম্পাদক, অর্থ বিষয়ক সম্পাদক, প্রচার সম্পাদক, দপ্তর সম্পাদক, গবেষণা বিষয়ক সম্পাদক, আইন বিষয়ক সম্পাদক, ক্রিড়া বিষয়ক  সম্পাদক, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, সংস্কৃতি বিষয়ক সম্পাদক, আপ্যায়ন বিষয়ক সম্পাদক এবং কার্যকরি সদস্য পদে মোট ৪৩ জনের নাম ঘোষনা করা হয়েছে।

উল্লেখ্য গত ৩০ জানুয়ারি নৃবিজ্ঞান এলামনাই এসোসিয়েশন, জবির আংশিক কমিটি অনুমোদন করা হয় এবং অনুমোদিত আংশিক কমিটির নেতৃবৃন্দকে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য বলা হয়। এরই ধারাবাহিকতায় নৃবিজ্ঞান এলামনাই এসোসিয়েশন, জবির কর্মকাণ্ড গতিশীল করতে ও সকলের অংশগ্রহণ নিশ্চিত করে বিভাগের সাবেক ছাত্র-ছাত্রীদের একটি প্লাটফর্মে একত্রিত করে সাবেক ও বর্তমান সকল ছাত্রছাত্রীদের সার্বিক কল্যাণে কাজ করতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।