Mon. Apr 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
হাসনাত তুহিন ফেনী প্রতিনিধিঃ-ফেনীর দাগনভূঞার একটি পুকুরে খাবারের বিষাক্ত বজ্য পেলে ২ লাখ টাকার মাছ মেরে ফেলেছে মসজিদের মুতাোয়াল্লি।  শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) গভীর রাতে দাগনভূঞা পৌরসভার জগতপুর গ্রামে দোস্ত মোহাম্মদ ভূঞা বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে।
বিষাক্ত বজ্য পেলে পুকুরের প্রায় ২ লাখ টাকার মাছ মরে ভেসে উঠেছে।ফোর স্টার মৎস্য প্রকল্পের মালিক আবু নাছের বলেন, মসজিদের পুকুর সহ প্রায় ৩ একর জায়গা তিন বছরের জন্য বন্ধক নিয়ে আমি কয়েক বছর ধরে মাছ চাষ করছি।
এবার পুকুরে মিগেল, সিলভারকার্প, রুই, তেলাপিয়া, পুঁটিসহ দেশীয় বিভিন্ন জাতের মাছ চাষ করেছি। এতে আমার প্রায় ২ লাখ টাকা খরচ হয়েছে।
এরিমধ্য মধ্যেই মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হয়ে উঠছে।শুক্রবার রাতে মসজিদের মুতোয়াল্লি মিজানুর রহমান তাদের পারিবারিক অনুষ্ঠানের বিষাক্ত বজ্য গুলো পুকুরে
পেলে।পরেরদিন শনিবার ভোর থেকে পুকুরের মাছ মরে ভেসে উঠতে দেখেন ওইবাড়ির মহিলারা। মাছ মরে ভেসে উঠতে দেখে বাড়ির মহিলারা আমার অগোচরে প্রায় মাছ সরিয়ে নিয়ে যায়।
আজ রবিবার প্রথমে আমরা গ্যাসের অভাবে মাছ মরে ভেসে উঠছে ভাবলেও সকালে পুকুরের পাড়ে খাবারের বিষাক্ত বজ্য পড়ে থাকতে দেখি। পুকুরে বিষাক্ত বজ্য প্রয়োগের কারণেই সব মাছ মরে ভেসে উঠেছে। এতে আমার প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হবে বলে জানান তিনি।