Thu. Feb 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

দৈনিক খোলা বাজার, ৩ এপ্রিল অনলাইন ডেস্কঃ  গত ২রা এপ্রিল ঢাকার কেরাণীগঞ্জে অবস্থিত বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশন (বিএসসিএফ), ও বসুন্ধরা টিস্যু’র পক্ষ থেকে বিশ্ব অটিজম দিবস পালন করা হয়।
বসুন্ধরা গ্রুপ-এর পরিচালক এবং বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশন-এর চেয়ারম্যান ইয়াশা সোবহান অটিজমগ্রস্ত শিশুদের মেধা বিকাশ ও তাদের সুন্দর ভবিষ্যত নির্মাণে প্রতিবছরই তাৎপর্যপূর্ণভাবে দিবসটি উদযাপন করেন। এরই ধারাবাহিকতায় এ বছরে তিনি বিএসসিএফ স্কুল পরিদর্শনে যান। সেই সময় তার সাথে উপস্থিত ছিলেন বিএসসিএফ এবং বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেড-এর ইনচার্জ মেজর অবঃ মোহসিনুল করিম, বিএসসিএফ-এর প্রধান শিক্ষিকা শায়লা শারমিন, বসুন্ধরা পেপার মিলস্ লিমিটেড-এর হেড অব মার্কেটিং মোহাম্মদ আলাউদ্দিনসহ প্রায় ৩০০ জন অটিজমগ্রস্ত শিশু, তাদের অভিভাবক এবং শিক্ষক-শিক্ষিকাসহ আরো অনেকে।
চেয়ারম্যান ইয়াশা সোবহান সুবিধাবঞ্ছিত অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের জন্য তিলে তিলে গড়ে তুলেছেন এই বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশন এবং তার উদ্যোগেই বসুন্ধরা টিস্যু’র প্রতিটি পণ্যের বিক্রয়লব্ধ অর্থের একটি নির্দিষ্ট অংশ অটিজমগ্রস্ত শিশুদের স্কুলের উন্নয়নে ব্যয় করা হয়। তিনি এই দিনে বিএসসিএফ-এর স্কুল পরিদর্শনে গিয়ে অটিজমগ্রস্ত বাচ্চাদের সাথে আন্তরিক সময় কাটান এবং তাদের হাতে ঈদ উপহার তুলে দেন। তিনি এই সময় অটিজমগ্রস্ত বাচ্চাদের জন্য সবরকম উন্নত চিকিৎসা ব্যবস্থা, জিমনেসিয়াম, আধুনিক শিক্ষা উপকরণ নিশ্চিতসহ এই শিশুদের সকল আবদার পূরণ করার প্রতিশ্রুতি দেন। তিনি তার বক্তব্যে বলেন, “এই অটিজমগ্রস্ত বাচ্চারা অনেক মেধাবী। সঠিক শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে ওদের মেধার পরিপূর্ণ বিকাশ ঘটানো সম্ভব। সেই লক্ষ্যে বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশন অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন বাচ্চাদের ভোকেশনাল শিক্ষা, স্বাভাবিক জীবনযাপনের শিক্ষা, স্বাভাবিক কর্মজীবনের শিক্ষা, শারীরিক ও মানুষিক শিক্ষা প্রদানের মাধ্যমে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে চার বিঘা জমির উপর বিএসসিএফ-এর স্কুল নির্মাণের কাজ শুরু হয়েছে এবং ভবিষ্যতে আরো অনেক নতুন কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। আমার প্রত্যাশা এই শিশুরা সঠিক শিক্ষা নিয়ে ভবিষ্যতে কর্মক্ষেত্রে যোগদানের মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখবে”। তিনি এ সময় অটিজমগ্রস্ত বাচ্চাদের ভবিষ্যত উন্নয়নের লক্ষ্যে দেশের সবাইকে এক হয়ে কাজ করার আহবান জানান। অনুষ্ঠানে বিএসসিএফ অভিভাবক সংগঠন থেকে ইয়াশা সোবহান এবং বসুন্ধরা গ্রুপ-এর ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান-কে সম্মাননা স্মারক উপহার দেওয়া হয়। বিএসসিএফ-এর শিক্ষার্থীদের এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।