Sat. May 10th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

১১জুলাই খোলাবাজার অনলাইন ডেস্ক : কোম্পানী (দ্বিতীয় সংশোধন) আইন, ২০২০ এর ১১ক ধারা অনুযায়ী বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) -কে “বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি” হিসেবে নামকরণ করার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। মঙ্গলবার ১১ জুলাই ব্যাংকের হেড অফিসের বোর্ড রুমে অনুষ্ঠিত ১ম বিশেষ সাধারণ সভায় (ইজিএম) এ বিষয়টি শেয়ারহোল্ডারগণ কর্তৃক অনুমোদিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সরকারের সাবেক সিনিয়র সচিব শামীমা নার্গিস, সরকারের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব জনাব মফিজ উদ্দীন আহমেদ। সভায় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক মোঃ এখলাছুর রহমান, মোঃ আবু হানিফ খান, সুভাষ চন্দ্র সরকার, কাজি শায়রুল হাসান, কে. এম. তারিকুল ইসলাম, মোঃ আজিজুর রহমান এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ হাবিবুর রহমান গাজী উপস্থিত ছিলেন।