খোলাবাজার অনলাইন ডেস্ক : ফেরদৌস আলম, গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা কে কেন্দ্র করে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারসেল নিক্ষেপ, লাঠি চার্জ ও রাবার বুলেট ছুড়লে বিএনপির ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। এ ঘটনায় বিএনপির দু’জন নেতাকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (১সেপ্টম্বর) বিকেল সাড়ে চারটার দিকে দলটি তাদের জেলা কার্যালয় থেকে শোভাযাত্রা বের করে। শহরের সাকুর্লার রোড হয়ে শোভাযাত্রা পার্ক রোডে পৌঁছলে পুলিশ বাঁধা দেয়। এ সময় পুলিশ ও বিএনপির নেতাকমীর্দের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এমন অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারসেল নিক্ষেপ, রাবার বুলেট ও নেতাকমীর্দের লাঠিচার্জ করে। এতে বিএনপি ও যুবদলের ১৫ জন নেতাকর্মী আহত হন।
এ ঘটনার পরে পুলিশ জেলা বিএনপির কার্যালয় থেকে বিএনপির কর্মী আলম মিয়া ও জেলা বিএনপির উপদেষ্টা দুলু মিয়া কে আটক করে। এ ঘটনায় জেলা শহরে থমথমে অবস্থা বিরাজ করছে । শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গাইবান্ধা সদর থানা বিএনপির সদস্য সচিব ইলিয়াস হোসেন বলেন, কোন কারণ ছাড়াই পুলিশ বিএনপির নেতাকমীর্দের শান্তিপূর্ণ শোভাযাত্রায় বাঁধা দেয় এবং লাঠিচার্জ করে। তারা টিয়ারসেল ছুড়ে নেতাকমীর্দের ছত্রভঙ্গ করে দেয়। এতে বিএনপি ও যুবদলের ১৫ জন নেতাকর্মী আহত হন।
গাইবান্ধা সদর থানার ওসি মাসুদ রানা কে এব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, বিএনপি নেতাকর্মীরা শোভাযাত্রা থেকে পার্ক রোডের কয়েকটি দোকান ভাঙচুর এবং বিশৃঙ্খলার সৃষ্টি করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছয় রাউন্ড টিয়ারসেল ছোড়া হয়। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।