Sun. Apr 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার অনলাইন ডেস্ক : অন্তর কুমার রায়, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ  কুড়িগ্রামের ফুলবাড়ি থানা পুলিশের অভিযানে ৪৭ বোতল ইস্কাফ সহ এক মাদক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে।

জানা গেছে, গত ০৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখ রাত্রি আনুমানিক ১০.৩০ ঘটিকার সময় ফুলবাড়ী থানাধীন ৬নং কাশিপুর ইউনিয়নের কাশিপুর বাজার হতে কলেজ মোড় গামী পাকা রাস্তা থেকে ধর্মপুর মুন্সিপাড়া’র কুখ্যাত মাদক কারবারি মোঃ আফসার আলী (৫৯)’কে ৪৭ বোতল ইস্কাফ এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দসহ হাতেনাতে গ্রেফতার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন জানান, ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামীকে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।