ঠাডায় দেশের পাঁচ জেলা চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, ঠাকুরগাঁও, চট্টগ্রামে ১০ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ জুন) আলাদা সময়ে এসব ঘটনা ঘটে।
খোলাবাজার অনলাইন ডেস্ক : এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জে তিনজন, নওগাঁয় তিনজন, নাটোরে দুজন, ঠাকুরগাঁওয়ে একজন ও চট্টগ্রামে একজন মারা গেছেন।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আলিডাঙ্গা ও দক্ষিণ পাঁকা গ্রাম এবং ভোলাহাট উপজেলার বড়গাছি গ্রামে তিনজনের মৃত্যু হয়েছে।
মৃতরা হলেন- শিবগঞ্জ পৌরসভার আলিডাঙ্গা গ্রামের সুভাষ বোকতের স্ত্রী ববি বোকত (২২) এবং শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের দক্ষিণ পাঁকা গ্রামের এরশাদ আলীর মেয়ে কবিতা খাতুন (১০) এবং ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়ন এর বড়গাছি-হঠাৎপাড়া গ্রামের এসলামের মেয়ে আমেনা খাতুন (১০)।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন ও ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার ঠাডায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।নওগাঁর পত্নীতলা ও মান্দা উপজেলায় ঠাডায় নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে।
মৃতরা হলেন- পত্নীতলা উপজেলার পাটিচরা ইউপির গাহন মধ্যপাড়া গ্রামের আব্দুল মজিদের মেয়ে মনিকা খাতুন (৩২), একই ইউপির নাগরগোলা গ্রামের নব মুসলিম খাদিমুল ইসলাম (৪০) ও মান্দায় উপজেলার ভোলাগ্রাম গ্রামের ফইমউদ্দিন মন্ডলের ছেলে শামসুল আলম (৩৪)।
পত্নীতলা থানার ওসি মোজাফফর হোসেন ও মান্দা থানার ওসি মোজ্জামেল হক বিষয়টি নিশ্চিত করেছেন। নাটোরের গুরুদাসপুর ও নলডাঙ্গায় উপজেলায় ঠাডায় দুজনের মৃত্যু হয়েছে।
মৃতরা হলেন- গুরুদাসপুর উপজেলার আনন্দনগর গ্রামের সাদ্দাক আলীর স্ত্রী আবেরা বেগম (৪০) ও নলডাঙ্গা উপজেলার পীরগাছার কোমরপুর শাহ পাড়ার লুৎফর আলীর ছেলে কামরুল ইসলাম (৩০)।
গুরুদাসপুর থানার ওসি উজ্জল হোসেন ও নলডাঙ্গা থানার ওসি মনোয়ারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়নে ঠাডায় এক নারীর মৃত্যু হয়েছে। মৃত লিপি আক্তার (৩৫) রনশিয়া গ্রামের ফিরোজ জ্জামানের স্ত্রী। পীরগঞ্জ থানার ওসি খায়রুল আলম বলেন বিষয়টি নিশ্চিত করেছেন।
চট্টগ্রামের সন্দ্বীপে ফুটবল খেলে বাড়িতে ফেরার পথে ঠাডায় জয়নাল আবেদিন নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
মৃত জয়নাল আবেদিন উপজেলার গাছুয়া হাদিয়ারগো বাড়ির জামাল উদ্দিনের ছেলে। গাছুয়া ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।