Wed. Mar 19th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

 

খোলাবাজার অনলাইন ডেক্সঃ কর প্রদান ব্যবস্থাকে সহজ করে করদাতার দোরগোড়ায় পৌঁছে দিয়ে কর জাল সম্প্রসারণের লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড সারাদেশে নতুনভাবে Spot Assessment কার্যক্রম শুরু করেছে। যে সকল করদাতার করযোগ্য আয় এবং রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা রয়েছে অথচ আয়কর রিটার্ন দাখিল করছেন না, তাদের ব্যবসাস্থলে উপস্থিত হয়ে সরাসরি সেবাপ্রদান করে সহজে রিটার্ন গ্রহণ করার জন্য Spot Assessment একটি কার্যকরী পদক্ষেপ। এই কার্যক্রম নতুন করদাতাদের স্বতঃস্ফূর্তভাবে আয়কর প্রদান করতে উৎসাহিত করছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন কর অঞ্চল এই কার্যক্রম শুরু করেছে যা ব্যবসায়ী, পেশাজীবী এবং সাধারণ জনগণের মধ্যে কর সচেতনতা বৃদ্ধি এবং কর প্রদানের সংস্কৃতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বর্তমানে কর অঞ্চলসমূহ দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে সক্রিয়ভাবে Spot Assessment পরিচালনা নতুন করে শুরু করেছে। কর কমিশনারগণ নিজ নিজ অধিক্ষেত্রে এই কার্যক্রম তদারকি করছেন এবং নির্ধারিত স্থানে ক্যাম্প স্থাপন করে, ব্যবসায়ী, পেশাজীবী এবং সাধারণ করদাতাগণকে সরাসরি অনলাইনে রিটার্ন পূরণে সহায়তা প্রদান করে আয়কর রিটার্ন দাখিলের ব্যবস্থা নিচ্ছেন। একইসাথে, করদাতাগণ প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করে আয়কর সংক্রান্ত জটিলতা নিরসনের সুযোগ পাচ্ছেন।

জাতীয় রাজস্ব বোর্ড, চলমান Spot Assessment কার্যক্রম সফল করতে দেশের সকল ব্যবসায়ী সংগঠন, চেম্বার অব কমার্স, ব্যবসায়ী নেতৃবৃন্দ, স্থানীয় প্রশাসন, গণ্যমান্য ব্যক্তি এবং করদাতাদের অকুন্ঠ সমর্থন ও সহযোগীতা প্রদানের জন্য বিনীত আহ্বান জানাচ্ছে। সম্মানিত করদাতাগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই কার্যক্রমকে সফল করে চলমান উন্নয়ন প্রকল্পসমূহে বিনিয়োগ অব্যাহত রেখে দেশের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য এবং অন্যান্য নাগরিক সুবিধা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় অর্থায়নে প্রত্যক্ষভাবে ভূমিকা রাখবে। জাতীয় রাজস্ব বোর্ড বিশ্বাস করে যে, Spot Assessment কার্যক্রমের মাধ্যমে করদাতাদের মধ্যে কর পরিশোধ প্রবণতা বৃদ্ধি পাবে এবং কর ব্যবস্থা আরও শক্তিশালী হবে।

এদেশ আমাদের সকলের। আসুন আমরা সকলে আমাদের সাধ্যমত আয়কর পরিশোধ করে আমাদের অনাগত প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ নাগরিক দায়িত্ব পালন করি।

প্রচারেঃ জাতীয় রাজস্ব বোর্ড