Sun. Nov 9th, 2025
Advertisements

খোলাবাজার অনলাইন ডেস্ক : ইন্সটিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উপলক্ষে হাতিরঝিলে প্রথমবারের মতো “অ্যাকাউন্টিং ডে রান ২০২৫” সফলভাবে আয়োজন করেছে। ইভেন্টটির মূল প্রতিপাদ্য ছিল “ফিটনেস মিটস অ্যাকাউন্টিং”

মূল ইভেন্টের আগে গত ৫ নভেম্বর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজন করা হয় কিট এক্সপো, যেখানে অংশগ্রহণকারীরা তাদের রানিং কিট সংগ্রহ করেন—যার মধ্যে ছিল ইভেন্টের এক্সক্লুসিভ টি-শার্ট, গুডি ব্যাগ এবং স্পন্সরদের সৌজন্যে আকর্ষণীয় উপহারসামগ্রী।

ঢাকা রিজিওনাল কমিটি (ডিআরসি) এর উদ্যোগে আয়োজিত এই সিগনেচার ইভেন্টে অংশগ্রহণ করেন প্রায় ১,৮০০ জন, যার মধ্যে ছিলেন ৩০০ জন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, ৬০০ জন শিক্ষার্থী, ২০০ কর্পোরেট এক্সিকিউটিভ, ৫০০ জন সাধারণ রানার এবং ২০০ জন শিশু ও মা। মূল রেসটি ছিল দুটি ভাগে – ৭.৫ কিমি প্রতিযোগিতামূলক দৌড় এবং ১ কিমি ফান রান শুধুমাত্র শিশু ও মায়েদের জন্য।

৭.৫ কিমি রেস শুরু হয় সকাল ৬:৩০ মিনিটে এবং ১ কিমি ফান রান শুরু হয় সকাল ৭:৪০ মিনিটে। দৌড় শেষে অংশগ্রহণকারীদের জন্য ছিল রেড কার্পেট অভ্যর্থনা, দৃষ্টিনন্দন মেডেল এবং মজাদার ব্রেকফাস্ট—যেখানে পরিবেশন করা হয় স্যান্ডউইচ, স্যুপ, ইলেক্ট্রোলাইট ড্রিংক, আইসক্রিম ও অন্যান্য স্বাস্থ্যসম্মত খাবার।

ইভেন্টে শুধু বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকেই নয়, ফ্রান্স, কানাডা, ভারত, মালয়েশিয়া ও সিয়েরা লিওন থেকেও অংশগ্রহণকারী ছিলেন, যা এই আয়োজনে একটি আন্তর্জাতিক মাত্রা যোগ করে।

সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিএবির প্রাক্তন সভাপতি মুহাম্মদ ফারহাদ হোসেন এফসিএ, এ.এফ. নেসারউদ্দিন এফসিএ, কাউন্সিল মেম্বারগণ, ডিআরসি চেয়ারম্যান মাহমুদুর রহমান এফসিএ, ইভেন্ট ডিরেক্টর আসিফুর রহমান এফসিএ, ইভেন্ট কনভেনর এস কে মোঃ তারিকুল ইসলাম এফসিএ, ইভেন্ট চেয়ারম্যান মাকসুদুর রহমান এফসিএ, ডিআরসি সদস্য কামরুজ্জামান এফসিএ এবং অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ।

উৎসবের আমেজ বাড়াতে উপস্থিত ছিলেন জনপ্রিয় এডুকেটর আয়মান সাদিক এবং আইরনম্যান অ্যাথলেট শামসুজ্জামান আরাফাত, যারা তাদের উপস্থিতির মাধ্যমে অংশগ্রহণকারীদের উৎসাহিত করেন।

রানাররা সিএ এলিট, সিএ আম্যাচার, সিএ স্টুডেন্ট ও জেনারেল – এই চারটি বিভাগে প্রতিযোগিতা করেন এবং প্রতিটি বিভাগে চ্যাম্পিয়ন, ১ম রানার-আপ ও ২য় রানার-আপ পুরস্কার ও ক্রেস্ট লাভ করেন।

অ্যাকাউন্টিং ডে রান ২০২৫ ভবিষ্যতে আইসিএবির-এর একটি বার্ষিক ফ্ল্যাগশিপ ইভেন্টে রূপ নেওয়ার প্রত্যাশা করছে, যা পেশাগত উৎকর্ষতা এবং সুস্থ জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখার আইসিএবি-এর প্রতিশ্রুতি প্রতিফলিত করে।